আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকে পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হচ্ছে ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন। টফি অ্যাপেও সরাসরি সমপ্রচার করা হবে। বাংলাদেশের রেডিও স্বাধীন ৯৪.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এফএম ব্যান্ডে শোনা যাবে সরাসরি ধারাভাষ্য। তাছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা। ভারতের হটস্টার পোর্টাল, স্টার নেটওয়ার্কের ১৮টি চ্যানেলে খেলা দেখা যাবে। পাকিস্তানের পিটিভি ও টেন স্পোর্টস খেলা দেখাবে।