চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর আগে দেশটির ব্যাটিং কোচ হিসেবে ২০২২ সালে দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই পাক ক্রিকেটার। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল এসিবির কর্তা সায়েদ নাসিম সাদাত বলেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানে আসরটি শুরু হওয়ার আগেই সে দলের পরামর্শক হিসেবে যোগ দেবে।