চ্যানেল এস–এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে গতকাল বিভিন্ন ক্ষেত্রে অবদার রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। চ্যানেল–এস–এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় অফিস দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যায় নগরীর চন্দনপুরাস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে গুণীজন সম্মাননা প্রদান, মিলনমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল–এস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল এইচ পান্না।
এবারের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে চ্যানেল এস সম্মাননা প্রদান করা হয়।
আবাসিক সম্পাদক মোহাম্মদ মুনীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট এবং উত্তোরীয় তুলে দেন জামাল এইচ পান্না। অনুষ্ঠানে দ্য ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, শিল্পোদ্যক্তা আলহাজ্ব নাজিম উদ্দিন এবং তরুণ শিল্পোদ্যক্তা মোহাম্মদ সাহেদের হাতে সম্মাননা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।












