চ্যানেল এস–এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। বর্ষপূর্তি উদযাপনের প্রথম দিন আজ সোমবার চ্যানেল এস চট্টগ্রাম বিভাগীয় অফিস প্রাঙ্গণে খতমে কুরআন, দোয়া মাহফিল, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তবারুক বিতরণ করা হবে।
দ্বিতীয় দিন আগামীকাল (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর চন্দনপুরাস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে গুণীজন সম্মাননা প্রদান, মিলনমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে চ্যানেল এস সম্মাননা প্রদান করা হবে। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ওসমান গনি মনসুর, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান।
অনুষ্ঠানে চ্যানেল এস পরিবারের সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না উপস্থিত থাকবেন বলে জানিয়ে আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী সকলের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।












