‘২৫শে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস’– স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম অফিসের উদ্যোগে চ্যানেল আই ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রোববার নগরের সিআরবি চত্বরে বর্ণাঢ্য এই কর্মসূচি পালন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম। চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এস এম আবু তৈয়বের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, নোমান আল মাহমুদ এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, আ.লীগ নেতা মফিজুর রহমান, এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, আব্দুল মালেক, মোজাফ্ফর আহাম্মদ, প্রফেসর ড. মনজুর উল কিবরিয়া, সালাহ উদ্দিন মো: রেজা, কলিম সরওয়ার, দেবদুলাল ভৌমিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।