চৌমুহনীতে তরুণের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ৪:২১ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনীতে জিহাদী হাসান (২০) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে ওই তরুণ আত্মহত্যার চেষ্টাকালে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। জিহাদী হাসান যশোরের বেনাপোল ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর মেহেরুল্লাহ মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রাত সাড়ে নয়টার দিকে চৌমুহনীর সুলতান কলোনির বাসা থেকে আত্মহত্যার চেষ্টাকালে ওই তরুণকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিরবারের সদস্যরা জানিয়েছেন, জিহাদী তার বাসায় সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে প্রথম চা দিবস উদযাপিত হবে কাল
পরবর্তী নিবন্ধবেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নে হাই কোর্টের রুল