চৌফলদন্ডিতে দুদিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদন্ডি ব্রিজের নীচে নদীতে ভাসমান অবস্থায় মো. সায়েম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সায়েম খুরুশকুলের তেতৈয়া গুইল্যাবাপের পাড়া এলাকার আবু ছৈয়দের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। পরিবারের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীরুল গিয়াস জানান, গত শনিবার নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সায়েম। এরপর বিভিন্নভাবে খোঁজ নিলেও কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে সোমবার ভোরে নিখোঁজ যুবকের মরদেহ চৌফলন্ডী ব্রিজের নিচে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের ভাই ফরিদুল আলম জানান, গত শনিবার রাতে বন্ধুদের সাথে নদীতে মাছ ধরতে যায় সায়েম। এর মধ্যে রাতে বন্ধুরা বাড়ি ফিরলেও ফিরেনি সায়েম। রাত ১২টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকার কথাও জানান তিনি। ওসি জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে অনুসন্ধান চলছে। ময়না তদন্ত রিপোর্ট হলে হত্যা না দুর্ঘটনা; আসল কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধকাল ‘অদম্য এক মনোয়ার হোসেন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আক্রান্ত এক