দীর্ঘ ১৪ বছর পর ছাত্রদলের কমিটি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক)। গতকাল পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া কেন্দ্র। এতে মোহাম্মদ সাদ্দাম হোসেনকে আহ্বায়ক ও চৌধুরী মো. নভীদ কবির প্রতীককে সদস্য সচিব করা হয়। এছাড়া মনজুর রহমান ও মোহাম্মদ আলমগীর হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং সাদ্দাম হোসেনকে সদস্য করা হয়।
এর আগে চমেকে ছাত্রদলের কমিটি হয়েছিল ২০০৭ সালে। মাঝখানে ২০১১ সালে একবার কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছিল। ওই সময় কমিটি গঠনে জড়িত চমেকের ৫১তম ব্যাচের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ৩য় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ কর্মীরা। দুইদিন পর ২১ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবিদ।
এদিকে গতকাল ঘোষিত কমিটির সবাই নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের অনুসারী। কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন আজাদীকে বলেন, চমেকে ছাত্রদলের কার্যক্রম অনেকদিন বন্ধ ছিল। এখন কেন্দ্র আমাদের দায়িত্ব দিয়েছে। সবাইকে নিয়ে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবো।