নগরীর ডবলমুরিং থানার একটি মামলায় কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হল মিল্টন কুমার সাহা প্রকাশ খোকন (৪৮), মো. আকরাম হোসেন (২৪), মো. মহিম হোসেন (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের সহযোগিতায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ জুলাই মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।












