চৌকির নিচে সাড়ে ১৭ হাজার ইয়াবা

চন্দনাইশে দুই যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানাধীন জামিরঝুড়ি এলাকার একটি বাড়ি থেকে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন, জামিরঝুড়ির মো. বাছা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন দিদার ও সাতকানিয়া থানাধীন দক্ষিণ ঢেমশা হাজারকিন এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহাজান। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার জামাল উদ্দিন দিদার নিজ বাড়িতে মাদক মজুদ রেখে বেচাকেনা করে আসছিল। এ কাজে তাকে সহযোগিতা করে মো. শাহাজান। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং বসতঘরের চৌকির নিচ থেকে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই যুবক জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে বিক্রয় করে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ইউপি মেম্বার কল্যাণ এসোর প্রতিনিধি সভা
পরবর্তী নিবন্ধসাত কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী গ্রেপ্তার