চোর পালালে বুদ্ধি বাড়ে

এমরান চৌধুরী | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

চোর পালালে বুদ্ধি বাড়ে

কি করে?

হয়তো জানে যারা থাকে

শ্রীঘরে।

রাতের বেলা শিক কেটে যেই

চোর পালায়

জেলার সাহেব গর্জে ওঠেন

ভোর বেলায়।

রক্ষীরা সব চক্ষে দেখে

সর্ষেফুল

বুকের ভেতর কলজে কাঁপে

হুলুস্‌হূল।

এই বিপদে রক্ষা পেতে

কী করা?

কাউকে ধরে দাও পরিয়ে

হাতকড়া।

পূর্ববর্তী নিবন্ধবাঁচাও পাখি!বাঁচাও ধরা!
পরবর্তী নিবন্ধবিষ্টি মেয়ের মিষ্টি ছড়া