বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় কমিটি চট্টগ্রাম বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত ১৫ বছর যারা স্বৈরাচার দোসরদের সহযোগী ছিল, যারা মামলা হামলার ভয়ে ঘরে পা গুটিয়ে বসেছিল তারা এখন রাস্তায় নেমেছে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি দালাল, চোর–ডাকাত দিয়ে দল ভারী করার চেষ্টা করছে। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, কোনো দালাল, চোর–ডাকাত কখনো জিয়ার সৈনিক হতে পারে না। দুঃসময়ে যারা মাঠে ছিলাম তারাই প্রকৃত জিয়ার সৈনিক। আমরা কোনো চোর–ডাকাত, দালাল দিয়ে দল ভারী করতে চাই না।
বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, জাসাস হাটহাজারী উপজেলা ও পৌর সভার কর্মীসভা এবং মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, দেশীয় সংস্কৃতি রক্ষায় জাসাস অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্কৃতি মানে শুধুই গান বাজনা নয়, সংস্কৃতির মাধ্যমে একটি জাতিসত্তার পরিচয় প্রতিফলিত হয়।
জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্যাহর সঞ্চালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেরিন সাইয়েন্সের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। তিনি বলেন, একজন পরিশীলিত রাজনৈতিক কর্মী তৈরিতে জাসাসের ভূমিকা অনস্বীকার্য। দেশীয় সংস্কৃতি ও রাজনৈতিক সচেতনতার মাধ্যমে দেশ গঠনে জাসাস কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর।
কর্মী সভায় আরও বক্তব্য রাখেন সঙ্গীতশিল্পী এহতেশাম সিদ্দিকী জুয়েল, শাহাদাত খন্দকার, মুকুল আনোয়ার, জসিম উদ্দিন তালুকদার, খোরশেদ আলম, হেলাল খান, এডভোকেট তারেক হোসেন, শাহাদাত হোসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।