চোরের সুমতি

৫ দিন পর দিয়ে গেল চুরি করা ব্যাটারি রিকশা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

এ যেন চোরের সুমতি! ৫ দিন আগে চুরি করে নিয়ে যাওয়া ব্যাটারি রিকশা রাতের আঁধারে ফেরত দিয়ে গেছেন চোর। ফেরত দেওয়ার আগে রিকশাটি কিছুটা মেরামতও করে দিয়েছেন চোর। এমন বিরল ঘটনাটি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ গ্রামের। রিকশাটির মালিক ইউনিয়নের উত্তর কালিয়াইশ গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোহাম্মদ ইসমাইল বাবু (৪০)

জানা যায়, মোহাম্মদ ইসমাইল বাবু পেশায় একজন রিকশাচালক। প্রতিদিনের ন্যায় গত ২৭ এপ্রিল রাতে তার বাড়ির উঠানে রিকশাটি তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ওইদিন রাত দেড়টার দিকে বাড়ির উঠান থেকে চুরি হয় মোহাম্মদ ইসমাইলের ব্যাটারিচালিত অটোরিকশাটি। ইসমাইল ফজরের নামাজ পড়তে উঠে দেখেন উঠানে তার রিকশাটি নেই। ৫ জনের সংসারের একমাত্র আয়ের মাধ্যম রিকশাটি হারিয়ে ওইদিন সকাল থেকে রিকশাটির খোঁজে পাগলের মতো ছুটোছুটি শুরু করেন ইসমাইল।

এ ব্যাপারে ইসমাইল বাবু সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। চোরকে শনাক্ত করতে এলাকায় স্থাপিত সিসিটিভির ফুটেজও সংগ্রহ করা হয়। ওইদিন রাত দেড়টার দিকে দ্রুত রিকশাটি নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধারণ হলেও চোরের চেহেরা স্পষ্ট না হওয়ায় শনাক্ত করতে ব্যর্থ হন তিনি। অনেক খোঁজাখুজির পরও সংসার চালানোর একমাত্র অবলম্বন রিকশাটি না পাওয়াতে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন ইসমাইল বাবু। এক পর্যায়ে ছেড়ে দেন রিকশা ফিরে পাওয়ার আশা।

অবশেষে চুরি যাওয়া রিকশাটি ৫ দিন পর গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে ইসমাইল বাবুর উঠানে রেখে যায় চোর। ফজরের নামাজ পড়তে উঠে বাড়ির উঠানে রিকশাটি দেখে আনন্দে আত্মহারা ইসমাইল বাবু।

তিনি জানান, ২ বছর আগে এলাকার এক ব্যক্তি ১ লাখ ১০ হাজার টাকায় তাকে রিকশাটি কিনে দিয়েছিলেন। রিকশা চালিয়ে ২ বছরে তিনি ওই ব্যক্তিকে রিকশা বাবদ ৭০ হাজার টাকা পরিশোধ করতে পেরেছিলেন।

গতকাল সকালে তার বাড়ির উঠানে গিয়ে দেখা যায়, রিকশাটির সিটে নতুন কাভার লাগানোসহ কিছু মেরামতও করে দেয় চোর। চোরের এ মহানুভবতা দেখে এ সময় উঠানে উপস্থিত লোকজন মজা করে বলছিলেন লোকটি চোর হলেও মানুষ ভালো।

স্থানীয় নুরুচ্ছফা ফারুকী জানান, অন্যের সহযোগিতায় রিকশাটি নিয়ে ৫ সদস্যের পরিবারের হাল ধরেছিলেন ইসমাইল। ভালো মানুষ হিসেবে তার রিকশাটি চুরি হওয়াতে এলাকার সকলের মনে দাগ কেটেছিল। চুরি করে নিয়ে যাওয়া জিনিস ফেরত দিতে দেখিনি কখনো। ইসমাইলের রিকশাটি চুরি করার ৫ দিন পর ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ওই চোর।

পূর্ববর্তী নিবন্ধঅনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ১০ বছর সৌদি প্রবেশ নিষেধ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৫ মে