সোনা ও স্মার্টফোন চোরাচালানে জড়িত সন্দেহে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চার বাংলাদেশির আটক হওয়ার খবর দিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা–বারনামা। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা–এমসিবিএর বরাতে সংবাদমাধ্যমটি বলছে, প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান চলাচল নিরাপত্তা দলের সহযোগিতায় এই চার বাংলাদেশিকে আটক করা হয়।
এমসিবি বলছে, অভিযানের সময় সোনা, স্মার্টফোন ও বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে; যার আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ। জব্দ জিনিসপত্রের মধ্যে তিনটি সোনার গয়না, বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন, নগদ ৫ হাজার রিঙ্গিত ও পাঁচ বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট। খবর বিডিনিউজের।
বারনামা বলছে, আটক চারজনের বিষয়ে দেশটির অভিবাসন আইনের অধীনে তদন্ত করা হচ্ছে। এদের তিনজনকে ধরা হয়েছে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে। আরেকজনের ‘পাস’ বা ‘পারমিট’ ছিল না।