চোরাগোপ্তা হামলায় নিহত ‘ইরানের বোমার জনক’

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ইরানের সবচেয়ে ঊর্ধ্বতন পরমাণু বিজ্ঞানী মহসেন ফকিরজাদেহ রাজধানী তেহরানের কাছে চোরাগোপ্তা হামলায় নিহত হয়েছেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, সশস্ত্র ঘাতকরা মহসেনের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। খবর বিডিনিউজের।
মহসেন ইরানে গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির হোতা বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন থেকেই সন্দেহ করে এসেছে। কূটনৈতিকরা তাকে ‘ইরানের বোমার জনক’ আখ্যা দিয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ মহসেন হত্যার ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে নিন্দা করেছেন। বিবিসি জানায়, মহসেন ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংগঠনের প্রধান ছিলেন।
এ হামলার জন্য যে-ই দায়ী হোক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের আগে দিয়ে এমন ঘটনায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নিশ্চিতভাবেই বাড়বে। মহসেন ফকিরজাদেহ এর খুনিদের ওপর পাল্টা হামলার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক সামরিক উপদেষ্টা ও সেনা কমান্ডার হোসেইন দেগান।

পূর্ববর্তী নিবন্ধফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি
পরবর্তী নিবন্ধনবজাগরণ ঘটায় আবৃত্তি