চোরাই মোবাইল ফোন বিক্রি অনলাইনে, আটক ২

৪টি চোরাই মোবাইল ফোন জব্দ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৫ অপরাহ্ণ

অনলাইনে চোরাই মোবাইল ফোন বিক্রির সময় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৪টি চোরাই মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমণ্ডি লেইন সংলগ্ন মক্কা টাওয়ারের তৃতীয় তলার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলো মামুনুর রশিদ আরফাত (২৮) ও মো. মুন্না (২৪)। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তামাকুমণ্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতি মক্কা টাওয়ারের তৃতীয় তলার সামনে থেকে থেকে দুইজন চোরাই মোবাইল ফোন বিক্রেতাকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে চোরাই মোবাইল ফোন বিক্রির কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধকলেজছাত্রী ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধপি কে হালদারের ভবন-জমি জব্দে আদালতের আদেশ