চোরাই মোটর সাইকেল ফেলে পালালো চোরের দল

গাড়ি জেলেদের, ভাবল পুলিশ ভ্যান

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৫:৪২ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলীর মোটর সাইকেল গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে চুরি হলেও মোটর সাইকেলটি নিতে পারেনি চোরের দল। রাত সাড়ে ৩টার দিকে জেলেদের গাড়িকে পুলিশের গাড়ি ভেবে চুরি করা মোটর সাইকেলটি ফেলে তারা পালিয়ে যায়।

কৃষকলীগ নেতা নবাব আলী বলেন, ‘আমার মোটর সাইকেলটি ঘরের সামনে লক করে রাতে ঘুমিয়ে পড়ি। কিন্তু রাতের কোনো এক সময় চোরেরদল লক কেটে সেটি নিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে চোরেরদল দক্ষিণ কালিয়াইশ মাস্টারহাট দিয়ে যাওয়ার সময় জেলেদের গাড়ির লাইট দেখে। এসময় তারা পুলিশের গাড়ি ভেবে মোটর সাইকেলটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে সকালে ঘুম থেকে উঠে মোটর সাইকেলটি না দেখে চুরি হয়েছে মর্মে ফেসবুকে পোস্ট করি। পোস্টটি দেখে কালিয়াইশ এলাকার একজন ফোনে ঘটনাটি আমাকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলটি শনাক্ত করি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দেখিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. নবী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মা থেকে সেটি নিয়ে আসি।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৫৪ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ