নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকা থেকে চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার দায়ে মো. সুমন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আকবরশাহ থানার উপ-পরিদর্শক এসআই সুফল কুমার দাস গতকাল শুক্রবার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মোটরসাইকেলটির কোনো কাগজপত্র সুমন দেখাতে পারেনি। মোরশেদ নামের একজন থেকে গাড়িটি সংগ্রহ করা হয় বলে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। গ্রেপ্তারকৃত সুমন পেশাদার মাদক কারবারি। ইতিপূর্বে মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়েছিল। তার সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।