চোরাই ফোনের যন্ত্রাংশ এবং আইএমইআই পাল্টে বিক্রি করত তারা

| শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৭ অপরাহ্ণ

চোরাই মোবাইল বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা চোরাই ফোন কিনে সেগুলোর যন্ত্রাংশ এবং আইএমইআই নাম্বার পাল্টে এসব সেট কমদামে বিক্রি করত।

গ্রেপ্তাররা হলো- পাঁচলাইশ থানাধীন ষোলশহর স্টেশন মসজিদ কলোনি এলাকার মৃত মোঃ শফিকুল হকের ছেলে মোঃ রফিক (৪৬) এবং একই এলাকার রফিকের ছেলে মো: আজগর আলী (২৪)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকার এবাদত খানার পাশে গ্রেপ্তার আজগর আলীর অস্থায়ী মোবাইলের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, চোর চক্রের সদস্যরা কারো ব্যবহৃত মোবাইল ফোন চুরি বা ছিনিয়ে নিয়ে গ্রেপ্তারকৃতদের কাছে হস্তান্তর করত। পরে গ্রেপ্তার ওই ব্যক্তিরা চোরাই সেসব মোবাইল ফোন সেটের যন্ত্রাংশ এবং আইএমইআই নাম্বার পরিবর্তন করে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ৫৫টি চোরাই ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফৌজদারহাটে অনুষ্ঠিত হলো চবি হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব
পরবর্তী নিবন্ধর‍্যাব দেখে পালানোর সময় ২৯ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার