নগরীর অক্সিজেন এলাকা থেকে চোরাইকৃত একটি প্রাইভেট কারসহ জামাল হোসেন বাবুল (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরিশাল জেলার কোতোয়ালি থানার নবগ্রাম এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে প্রাইভেট কারসহ তাকে গ্রেপ্তার করা হয়। নগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (উত্তর) জয়নুল আবেদীন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সড়কে দায়িত্বপালনকালে প্রাইভেট কারটিকে সংকেত দিয়ে দাড় করায় সার্জেন্ট নছরুল্লাহ। এক পর্যায়ে গাড়িসহ চালক পালিয়ে যেতে চেষ্টা করলে পথচারীদের সহায়তায় আটকানো হয়। গাড়িটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। কর্ণফুলী থেকে গাড়িটি চুরি করে নিয়ে আসা হয়।