চোরাই গাড়িসহ চোর চক্রের তিন সদস্য আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১:৫৩ অপরাহ্ণ

হালিশহর থানাধীন মইন্নাপাড়া আইকন টাওয়ার এলাকায় গতকাল অভিযান চালিয়ে চোরাই গাড়িসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- মো. ইব্রাহিম (৩৪), মো. রুবেল (৩০) ও মো. সিরাজ (৪০)।
সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই গাড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা প্রতিরোধ সচেতনতা সৃষ্টির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধবাবুনগরীসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করা হবে