হালিশহর থানাধীন মইন্নাপাড়া আইকন টাওয়ার এলাকায় গতকাল অভিযান চালিয়ে চোরাই গাড়িসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- মো. ইব্রাহিম (৩৪), মো. রুবেল (৩০) ও মো. সিরাজ (৪০)।
সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই গাড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা হয়েছে।