চোরাই গরু আনতে গিয়ে সীমান্তে মাইন বিস্ফোরণ, আহত ৩

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে চোরাই গরু আনতে গিয়ে পৃথকস্থানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি যুবক আহত হয়েছে। আহতরা হলেন আলী হোছেন (৩৫), মো. আরিফ উল্লাহ (৩০) ও মোহাম্মদ রাসেল (২৫)। গতকাল শুক্রবার সকালে এলাকার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ৪৭৪৮ নম্বর সীমান্ত পিলার ফুলতলী, আষাঢ়তলী এলাকায় কাঁটাতারের পাশ্ববর্তী মিয়ানমার থেকে অবৈধ পথে আসা চোরাই গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে দুজন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়। অপরদিকে দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকায় সীমান্তের জিরো পয়েন্টে ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংড়ি স্বাস্থ্য কমপ্লেঙ ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, সীমান্তে পৃথকস্থানে মাইন বিস্ফোরণে আহত ৩ বাংলাদেশি যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে আলী হোছেনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। আহতরা মিয়ানমার সীমান্তে গরু আসতে গিয়েছিল। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

এদিকে মাইন বিস্ফোরণে যুবক আহতের বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল জানান, সীমান্তে বিস্ফোরণে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের পা বিচ্ছিন্ন হয়েছে। অপর দুজনের শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জেনেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথকস্থানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি খতিয়ে দেখছেন।

পূর্ববর্তী নিবন্ধকেইপিজেডে ১০০ শয্যার পাইলট হাসপাতালের যাত্রা শুরু আজ
পরবর্তী নিবন্ধটেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত রোহিঙ্গাসহ ১৫ জন উদ্ধার