চোখ রাঙাচ্ছে করোনা, স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতা জরুরি

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

সারাদেশের মত চট্টগ্রামেও করোনা ভাইরাসের উপধরনের আক্রমণ বেড়েছে। সাথে মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে এখন প্রচণ্ড জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে শিশু থেকে বয়স্করা করোনাসহ বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, জানুয়ারি ২০২৫ থেকে চলতি জুন মাসের ২৬ তারিখ পর্ষন্ত ৫১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা ১৯ জন। করোনা ভাইরাসের এই নতুন উপধরনের আক্রমণ থেকে মানুষকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলতে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। এছাড়া মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়ার আক্রমণ রোধে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ স্থানীয় প্রশাসনকে মশার আবাসস্থল ধ্বংসে কার্যকর ভূমিকা পালনের আহবান জানাচ্ছি।

আবদুর রহিম

কমার্স কলেজ রোড, মতিয়ারপোল।

পূর্ববর্তী নিবন্ধজহুর আহমদ চৌধুরী : শ্রমজীবী মানুষের সংগ্রামী কণ্ঠস্বর
পরবর্তী নিবন্ধভালো মানুষের গুণ