চোখ বন্ধ রাখি আজকাল
চোখ খুললেই আজানুলম্বিত কালো আচ্ছাদনে ঢাকা
গুচ্ছ অন্ধকার ফুঁড়ে তেড়ে আসে প্রেতিনী
দাঁতে রক্ত, চোখে ত্রাস জাগানো ক্রুর হাসি
হাতের মুঠোয় চুলধরা খণ্ডিত শির
মনে হয়, ধারালো নখরে চোখ খুবলে নেবে এক্ষুনি।
ধূধূ মরুভুমে শক্তিহারা নিঃসঙ্গ উটের গায়ে হামলে পড়েছে
একঝাঁক শকুন, তাদের পাখার ঝাপটে মরুভূমিতে ধূলিঝড় ওঠে,
বহুদূরে উটের কাফেলা নিয়ে মরুযাত্রীরা দীর্ঘশ্বাস ফেলে।
অন্ধরা ভালো আছে। ভালো আছে বোবা ও বধির।
আর যারা হারিয়েছে স্নায়ুরস, স্মৃতি ও আবেগ
হারিয়েছে আকাঙ্ক্ষা ও চৈতন্যের ঘ্রাণ
তারা প্রেতিনী, শকুনি, চামড়া আর পচা মাংসের গন্ধ বোঝে না
তারা বোঝে না দিন ও রাত্রি, হাহাকার ও অভিশাপের কম্পন,
ঘুম ও জাগরণের বৈকল্য।
চোখ খুললেই অন্ধকার, বীভৎস, তাণ্ডবপ্রিয়।
আমি তাই আজকাল চোখ বন্ধ রাখি।