আদর মাখা মুখখানি তার, চোখে ছিল স্বপ্ন
ফোটাবে ফুল, হাসবে দেশ সোনার বাংলার জন্য।
জীবন ছিল আনন্দময় পরিবারকে ঘিরে,
কতো সুখ– ভালোবাসা পূর্ণ ছিল নীড়ে।
বাবার আদরে – মায়ের স্নেহে প্রতিটি দিন কাটে,
বড়ো বোন ও ভাইয়েরা তাকে গল্প শোনায় খাটে।
রাজা আসে–রাণী আসে ঘোড়া ছুটে টগবগিয়ে,
রাজা হওয়ার স্বপন চোখে ঘুম জড়িয়ে আসে।
ভোরের পাখির কলরবে ঘুম যায় টুটে,
নানান ফুলের বাহারে মুখে হাসি ফুটে।
এমনি দিনে ঘাতকেরা মারল গুলি বুকে,
কাঁপলো ভুবন থরথরিয়ে মাতন উঠলো শোকে।
গুলির শব্দ বেজে বেজে নিথর হলো পরিবার,
রক্ত বন্যায় ভাসলো দেহ ছোট্ট রাসেল সোনার।
শিশু রাসেল, নিস্পাপ মুখ সবার চোখের মনি
বাংলা মায়ের আদরের ধন জানে অন্তর্যামী।
রাসেল ছিল, রাসেল থাকবে বাংলা মায়ের অন্তরে,
দুর্জয় হয়ে ফোটাবে স্বপ্ন দেশের প্রতিটি ঘরে।
বাংলার ঘরে চির জাগুরুক শিশু রাসেলের মুখ,
গৌরবে–আদরে ভরে আছে আজও
বাংলা মায়ের বুক।