চোখের জলে মাকে খুঁজি

কোহিনুর শাকি | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চোখের জলে খুঁজি তারে হয় না কভু কথা, বুকের ভেতর ঘুমরে কাঁদে মা হারানোর ব্যথা। মা ছিল মমতাময়ী মা ছিল যে মায়া, কেমন করে ভুলতে পারি মায়ের স্নেহের ছায়া? মায়ের মতো আদর সোহাগ কোথায় খুঁজে পাই, জনম দুঃখী মেয়ে আমি মনে শান্তি নেই। মার স্মৃতি বুকে নিয়ে আজো বেঁচে আছি, হারিয়ে গেছে ঐ সুদূরে নেই তো কাছাকাছি। কষ্টে আমার দিন চলে যায় মায়ের কথা ভেবে, মা যদি ভালো থাকে সুখী হবো তবে।

পূর্ববর্তী নিবন্ধশওকত ওসমান : অগ্রবর্তী আধুনিক মানুষ
পরবর্তী নিবন্ধএকজন সংগ্রামী মায়ের গল্প