নগরীর কোতোয়ালী থানাধীন চৈতন্যগলি থেকে ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে স্থানীয় মুনিরিয়া টাওয়ারের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫শ পিস ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৭৬০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জুয়াড়িরা দীর্ঘদিন ধরে খেলার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতরা হলেন আবুল হোসেন (৩৫), জাকির হোসেন (৩৫), মো. রঞ্জু (৪১), মো. বাবু (২৩), মো. সাকিব (২১), শাজাহান মিয়া (৫৩), মো. সুমন (৩২), রবি হোসেন রণি (২৫), শেখ ফরিদ (২৮), মো. মাসুদ (৪৮), আবু কালাম (৫২), শহীদুল ইসলাম (৪৩), মো. ইব্রাহীম (২৮) ও মো. আকবর (২৬)।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, গ্রেপ্তার আবুল হোসেনের নেতৃত্বে চৈতন্যগলির ওই ভবনের বিভিন্ন কক্ষে জুয়ার আসর বসানো হত। জুয়ার আড়ালে চলতো ইয়াবা ব্যবসাও। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া ও মাদক আইনে দুইটি মামলা হয়েছে। গতকাল সোমবার তাদের আদালতে পাঠানো হয়।










