আপনার বন্ধু আর আপনি হাঁটছেন, ঘাতক ট্রাক মাতালের মতো হয়ে এসে আপনাকে পিষে ফেলতে যাচ্ছে। যেন এক্ষুণি সব শেষ। ঠিক এই সময় বন্ধুটি আপনার হাত ধরে একটু টান দিল। ছোট একটু টান, কিন্তু আপনার গোটা জীবন! আপনি বেঁচে গেলেন। হয়ত এরপর আরো ৪০ বছর। এই পৃথিবীকে দেখলেন। ভালোবাসলেন, রূপ, রঙ, রস উপভোগ করলেন। কি কারণ? ছোট একটা টানে আপনি বেঁচে গিয়েছিলেন বলে।
মানুষের জীবনে মানুষের ভূমিকা এতটাই বড়। প্রতিদিন আমাদের চারপাশের অসংখ্যা মানুষের সহযোগিতায় সাহায্যে, মমতায়, ভালবাসায় আমরা বেঁচে থাকি। পৃথিবীর সৌন্দর্য দেখি। আমরা একা কিন্তু এমন নির্ভয়ে বাঁচতে পারি না। এ রকম কোন না বন্ধু পাশে দাঁড়িয়ে টান দেয় বলেই বেঁচে থাকি। তাই দিতে শিখুন, সবাই শুধু নেয়। শুধু চায়। নির্দয়তার পাথর দিয়ে কেবলই অন্যের হদয় ভেঙে দেয়। শুধু নৈতিবাচক কথা বলে। গৌতম বুদ্ধ বলতেন : ‘প্রত্যেকটা মানুষ বাসনার আগুনে জ্বলছে। সেই নরক যন্ত্রণার হাত থেকে বাঁচার একটা বড় উপায় : লোভ কমিয়ে ফেলা।’ তাই চেয়ো না দাও। প্রেমের জন্য দাও, আনন্দের জন্য দাও, মমতার জন্য দাও, দেওয়া মানুষকে সার্থক করে। সেই সার্থকতার জন্য দাও।