চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন এম.এ. মান্নান

আনোয়ারার বটতলী ইউপি

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

উচ্চ আদালতের রায়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশের ১৬ দিন পর গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক এম.এ. মান্নান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. মালেক, নোয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, হাসনাইন জলিল চৌধুরী সাকিল, অসীম কুমার দেব, আফতাব উদ্দীন চৌধুরী সোহেল, কলিম উদ্দীন, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ।

উল্লেখ্য, অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরী গত ৫ জানুয়ারি আনোয়ারার ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বটতলী ইউনিয়ন পরিষদ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দীন চৌধুরী সোহেল আদালতে মামলা করায় মান্নান চৌধুরীর ফলাফল স্থগিত হয়। পরবর্তীতে উচ্চ আদালতে কয়েক দফা শুনানী শেষে অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করে গেজেট প্রকাশের রায় দিলে নির্বাচন কমিশন গত ১০ এপ্রিল গেজেট প্রকাশ করেন। আর ১৬ দিন পর গতকাল তিনি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধশ্বশুরবাড়ির ঈদ উপহার না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধযুবলীগ নেতাকর্মীদের আ. লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে