চেয়ারম্যান পদে দুই প্রার্থীর পাল্টাপাল্টি হুমকি ও অভিযোগ

চরপাথরঘাটা ইউপি নির্বাচন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:১০ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সেলিম হক এবং একই পদে আনারস প্রতীকে (স্বতন্ত্র) বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান হাজী ছাবের আহমদের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ও অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটছে। উভয় পক্ষে প্রচারপ্রচারণায় বাধা, গাড়ি ভাঙচুর, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদর্শন বেড়েই চলেছে। যা ভোটের আগেই ছড়াচ্ছে উত্তাপ। নির্বাচন যত ঘনিয়ে আসছে এ নিয়ে ভোটারদের মাঝে ততই বাড়ছে আতংক ও নানা সংশয়।

নৌকার প্রার্থী সেলিম হককে হত্যার হুমকির অভিযোগও উঠেছে। এ ঘটনায় ৩০ মে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম হক উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগের দিন গত ২৯ মে বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান (আনারস) ছাবের আহমদের নির্বাচনী প্রচারণায় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় সিনিয়র নির্বাচন কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ছাবের আহমদ।

স্থানীয় ভোটাররা জানান, দুই পক্ষের কর্মী সমর্থকদের পাল্টাপাল্টি হুমকি ও অভিযোগে ভোটের আগেই অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। এতে ভোটার ও স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছেন। সংঘাতসংঘর্ষের দিকেই নির্বাচন এগুচ্ছে বলে ভোটাররা ধারণা পোষণ করছেন।

নৌকার চেয়ারম্যান প্রার্থী জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করে ছাবের আহমদের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কামনা করেন।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা সুলতানা জানান, সোমবার সকালে পোস্টার ছিঁড়া ও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছাবের আহমদ একটি লিখিত অভিযোগ দেন। এর পর দুপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: সেলিম হক তাকে হত্যার হুমকি ও পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার একটি পৃথক অভিযোগ দিয়েছেন।

তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছাবের আহমদ বিষয়টি অস্বীকার করে বলেন, এটি একটি সাজানো অভিযোগ। নৌকার প্রার্থীকে হত্যার হুমকি ও পোস্টার ব্যানার ছিঁড়ার প্রশ্নই আসে না।

চরপাথরঘাটা ইউপি নির্বাচন নিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দৈনিক আজাদীকে জানান, নির্বাচনী সংঘাত সহিংসতা এড়াতে প্রশাসন কঠোর নজরদারি রেখেছে। কাউকেই ছাড় দেয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধসাইকেলে পিকআপের ধাক্কা, যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে প্রথম পণ্যবাহী জাহাজ যাচ্ছে বার্সেলোনায়