চেয়ারম্যানকে দাওয়াত না দেওয়ায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পণ্ড

বাঁশখালীর কাথরিয়া

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল গতকাল। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সে অনুষ্ঠানে স্থানীয় কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিনকে অতিথি না করায় চেয়ারম্যানের উপস্থিতিতে তার লোকজন অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বেশ কিছু চেয়ারও ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়টিতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয় পরিচালনা কমিটি বৃহস্পতিবার সকালে। বিদ্যালয়ের কাছেই চেয়ারম্যানের বাড়ি ও অফিস। অনুষ্ঠানের আগে চেয়ারম্যান ইবনে আমিনকে অতিথি না করায় সকালে চেয়ারম্যান ও তার সমর্থিত লোকজন বিদ্যালয়ের প্রধান ফটক ও বিদ্যালয়ের ক্লাসরুমে তালা মেরে দেয় বলে অভিযোগ করেন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। সে খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীকে জানান। ইউএনও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন ও বাঁশখালী থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কিন্তু এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, ‘আমরা পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের নাস্তা পানি দিয়ে বিদায় করে দিয়েছি। আর বিদায় অনুষ্ঠান হবে না বলে জানিয়ে দিয়েছি।’ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছোট পরিসরে আয়োজন করা হয়। স্থানীয় চেয়ারম্যান ইবনে আমিনকে দাওয়াত না দেওয়ায় তিনি লোকজন নিয়ে এসে স্কুলের প্রধান ফটক এবং ক্লাসরুমে তালা মেরে দেন। এ সময় এখানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে হুমকি দিয়ে চলে যান।

এ ব্যাপারে জানতে চাইলে কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমার বাড়ির পাশে অফিসের পাশে স্কুল, তারা আমাকে এবং এমপি, ইউএনও এবং ওসি কাউকে দাওয়াত দেয়নি। তাই আমার সমর্থিত লোকজন অনুষ্ঠান না করার জন্য বলেছে। তবে কেউ কোনো ভাঙচুর কিংবা তালা মারেনি বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, কাল (আজ শুক্রবার) তারা যদি আবার অনুষ্ঠান করতো তাহলে আমি সহযোগিতা করতাম। কিন্তু তারা শিক্ষার্থীদের নাস্তা পানি দিয়ে বিদায় করেছে, অনুষ্ঠানের মালামাল নিয়ে গেছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বিষয়টি কারো জন্য শুভকর নয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

এদিকে কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সংঘটিত ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকারও শরীরে আঘাত বা গুলির চিহ্ন মিলেনি