চেরাগী মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১:১০ পূর্বাহ্ণ

নগরীর চেরাগী পাহাড় মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আসকার বিন তারেক (১৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। সে কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে। কোতোয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সমর্থিত সাব্বির ও সৈকত গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সেটা মিটে যায়।

রাত আটটার দিকে চেরাগীর মোড়ে উভয় গ্রুপ জড়ো হলে আবার সংঘর্ষ হয়। এর মধ্যে তারেক নামে একজন ছুরিকাহত হয়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির আজাদীকে জানান, ঘটনা আমরা শুনেছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা নিউ মার্কেটের সংঘর্ষের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটাকার জন্য স্বামীকে অপহরণ করলেন স্ত্রী