চেয়ারম্যান ডাকছে বলে মহিলার টাকা, স্বর্ণ ও মোবাইল ছিনতাই

অভিনব কৌশলে প্রতারণা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে জারিয়া বেগম (৫২) নামে এক মহিলার সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র। উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মদুনাঘাট এলাকায় গত সোমবার এই ঘটনা ঘটেছে। প্রতারণার শিকার কথিত মহিলা একই ইউনিয়নের মধ্যম মাদার্শা ৪নং ওয়ার্ডের চহুর কাজীর বাড়ির আবদুল আজিজের স্ত্রী। এই ঘটনায় ভুক্তভোগী জারিয়া বেগম মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, জারিয়া বেগম গত সোমবার বাড়ি থেকে বের হয়ে মদুনাঘাট এলাকায় একটি ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান। ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হলে প্রতারক চক্রের এক সদস্য তাকে ইউপি চেয়ারম্যান যেতে বলেছেন বলে স্থানীয় সিএনজি স্টেশনে নিয়ে গিয়ে জোর করে গাড়িতে তুলে তার কাছে ব্যাংক থেকে তোলা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের কানের দুল, আংটি, চেইন ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে জোর করে নামিয়ে দেয়। এর পর প্রতারক চক্রের সদস্যরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তিনি মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. মহিউদ্দিন সুমন প্রতারণা শিকার এক মহিলা একটি অভিযোগ দায়ের করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধতারাবি পড়তে বের হয়ে নিখোঁজ, সকালে মিললো যুবকের লাশ
পরবর্তী নিবন্ধলোভ করেননি নুরুল হক, লাভও বেশি করেননি