বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করছে সচেতন নাগরিক সমাজ। গতকাল সোমবার সকালে নয়টা থেকে বান্দরবানের মেঘলাস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রবেশ পথে অনিদিষ্টকালের এ অবস্থান ধর্মঘট শুরু করে তারা। এ সময় তারা পরিষদের প্রবেশ গেইট এবং চেয়ারম্যানের বাসভবনের গেটে তালা লাগিয়ে দেয়। ধর্মঘট কর্মসূচি অফিস সময় পর্যন্ত চলে। কর্মসূচিতে অংশ নেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, জেলা সভাপতি নাছির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
বিষয়টি নিশ্চিত করে সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক শাহাজালাল রানা বলেন, দীর্ঘ সময় ধরে দুর্নীতিবাজ চেয়ারম্যান ক্যাশৈহ্লা ও সদস্যদের যোগসাজশে বৈষম্যমূলক নিয়োগ, অস্তিত্ববিহীন ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন। যার ফলে তিনি বর্তমান পরিস্থিতিতে পলাতক রয়েছে। অতিদ্রুত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সদস্য দ্রুত পরিবর্তন কর নতুন চেয়ারম্যান–সদস্য নিয়োগের দাবি জানানো হয় কর্মসূচিতে। তিনি বলেন, পরিবর্তন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. মাসুম বিল্লাহ জানান, নিত্যদিনের মত আজ (গতকাল) সকালে অফিস করতে এসে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘটের কারণে অফিস করতে পারেননি তিনিসহ সকল জেলা পরিষদের কর্মচারীরা।