নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় চিটাগাং চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পুরনো ভবনে (চেম্বার হাউজ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার ভবনে কাজ করার সময় আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।