চেম্বার হাউজে আগুন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:২৪ অপরাহ্ণ

নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় চিটাগাং চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পুরনো ভবনে (চেম্বার হাউজ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

চেম্বার হাউজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: অনুপম বড়ুয়া

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার ভবনে কাজ করার সময় আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর প্রার্থিতা বহাল
পরবর্তী নিবন্ধআগামী বছর এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে