চেমসফোর্ডে প্রথম অনুশীলন করেছে টাইগাররা

লিটন চলে গেছেন, আজ যাচ্ছেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুইভাগে এরমধ্যেই ইংল্যান্ডের চেমসফোর্ড পৌঁছে গেছে। গত মঙ্গলবার ভ্রমণক্লান্তি কাটাতে পূর্ণ বিশ্রামে কাটিয়েছে তামিমরা। গতকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইংলিশ কাউন্টি দল এসেঙের লেইস মাঠে প্রথম অনুশীলন করতে নামে টাইগাররা। সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ছাড়া পুরো দলই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রথম দিন প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছে। এই তিনজন এখনো ইংল্যান্ডই পৌঁছাননি। আইপিএল খেলতে যাওয়া লিটন দাস গত রাতেই পৌছে গেছেন চেমসফোর্ডে। মোস্তাফিজুর রহমান এখনো লন্ডনের বিমান ধরেননি।

গতকাল বুধবার বিকেলে ভারত থেকে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান। বিকেল সোয়া ৩ টায় ঢাকায় অবতরণ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালেই চেমসফোর্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। একই ফ্লাইটে চেমসফোর্ড যাবেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে মাগুরায় বাবামার সঙ্গে ঈদ উদযাপন করে স্ত্রীসন্তানের কাছে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া সাকিব আল হাসান এখনো দলের সাথে যোগ দেননি। জানা গেছে সাকিব আল হাসান আজ অথবা আগামীকাল দলের সাথে যোগ দিতে পারেন। আর তা যদি হয় তাহলে আগামীকাল ৫ মে এর অনুীশলন ম্যাচটি খেলতে পারবেননা তিনি। এদিকে টিম বাংলাদেশের নবনিযুক্ত সহকারী প্রশিক্ষক নিক পোথাস এরই মধ্যে দলের সাথে যুক্ত হয়েছেন। ইংল্যান্ডের চেমসফোর্ডে গতকালের অনুশীলনে দলের সবাই দারুন ঘাম ঝরিয়েছে। দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদাভাবে প্যাকটিস সেশন পরিচালনা করেন। দলের সবাই অনুশীলনে ছিল বেশ সিরিয়াস। কারন ভিন্ন কন্ডিশনে এই সিরিজ জয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে টাইগার শিবির। তাছাড়া আয়ারল্যান্ডের জন্য ইংল্যান্ডের আবহাওয়া এবং কন্ডিশন ঘরের মত। তাই বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ হিসেবে হাজির হবে আইরিশরা সেটা একেবারেই পরিষ্কার। কারণ নিজেদের মাঠে আইরিশদের একেবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধএক যুগ পর ত্রিনিদাদে খেলবে ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধ২ সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ফখর জামান