চেন্নাইয়ের কাছে হেরে শেষ চার অনিশ্চিত কলকাতার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৫৬ পূর্বাহ্ণ

ডু অর ডাই ম্যাচে গতকাল বৃহস্পতিবার চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল কলকাতা। বাঁচা-মরার লড়াইয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এই পরাজয়ের ফলে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। ফলে তাদের শেষ চারে যাওয়াটা অনিশ্চিত হয়ে গেল। শেষ ম্যাচে জিতল নানা হিসাব নিকাশের জন্য অপেক্ষা করতে হবে কলকাতাকে। গতকাল দুবাইতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করে কলকাতা। দলের পক্ষে রানা করেন সর্বোচ্চ ৮৭ রান। এছাড়া গিল ২৬, রিঙ্কু সিং ১১, মর্গান ১৫ এবং কার্তিক করেন ২১ রান। জবাবে ব্যাট করতে নামা চেন্নাই শেষ বলে ৬ উইকেটে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ৭২ রান করেন গায়কোয়াড়। এছাড়া ওয়াটসন ১৪, রাইডু ১৩ এবং জাদেজা করেন অপরাজিত ৩১ রান। কলকাতার পক্ষে কামিন্স এবং বরুণ নেন দুটি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধপুইছড়িতে বাসের ধাক্কায় টেক্সি চালকের মৃত্যু, আহত ৪
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপূজা আজ