চেন্নাইকে হারিয়ে সবার ওপরে দিল্লি

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

বিজয় শঙ্করের ঝড়েও দিল্লি ক্যাপিটালসের করা ১৮৩ রান টপকাতে পারেনি চেন্নাই সুপার কিংস। বরং উল্টো তারা থেমে গেলো ১৫৮ রানে। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে হার মানতে বাধ্য হলো চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। এ জয় পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে গেছে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে সবগুলো জয়ে ৬ পয়েন্ট নিয়ে একেবারে মগডালে বসে গেলো অক্ষর প্যাটেলের দল। আরেক অপরাজিত দল পাঞ্জাব কিংস ২ ম্যাচের ২টিতেই জিতেছে, ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। চেন্নাই সুপার কিংস ৪ ম্যাচ খেলে জিতেছে ১টিতে। ২ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তারা রয়েছে এখন ৮ নম্বর স্থানে। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে চেন্নাই। ৫ উইকেট হারিয়ে তারা থেমে যায় ১৫৮ রানে।

পূর্ববর্তী নিবন্ধবায়ার্ন মিউনিখ ছাড়ছেন টমাস মুলার
পরবর্তী নিবন্ধইংরেজি না বুঝায় আইপিএলে বিড়ম্বনায় পড়েছিলেন মোস্তাফিজ