চেনা মুখ চেনা হাসি ভালো থাক

জাইদুল ইসলাম দুর্লভ | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

সবকিছু জমা থাক চেনা এই শহরে

সব কেউ ভালো থাক সবকটা প্রহরে।

সব রাগ ভুলে যাক সবকটা প্রিয় মুখ

সবখানে ছড়িয়ে যাক প্রিয় যত সুখ।

সব শোক ঘুছে যাক রঙ দিয়ে শত ফুল

সব প্রাণ এক হোক ভুলে গিয়ে সব ভুল।

সবগুলো ঝগড়া রাগ ক্ষোভ উড়ে যাক

চেনা মুখ চেনা হাসি ভালো থাক,

ভালো থাক।

পূর্ববর্তী নিবন্ধমেয়র সমীপে : ৩৫ নং বক্সির হাট ওয়ার্ডে রাস্তা সংস্কারের আবেদন
পরবর্তী নিবন্ধবরষার সাথে সখ্য ছিলো একদিন