চেতনশীল চিন্তার অভাববোধ ও বর্তমান প্রজন্ম

মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

সভ্যতাকে বিনির্মাণ করেছে চিন্তা ক্রিয়া, কেননা থেলিস যদি আয়োনিয়দ্বীপকে উপলক্ষ্য করে পৃথিবীর তিন ভাগ জল একভাগ স্থলের কথা উপস্থাপন না করতেন তাহলে আজকের বিজ্ঞান গবেষণা লব্দ চিন্তা ক্রিয়ার ব্যবহার একটি সভ্য সমাজ উত্থানে হয়ত বা প্রত্যেক গবেষণা চিন্তা স্থবির থাকত! বিজ্ঞান তার শুরুর পμিয়াটার ইতিহাস গ্রিসের আয়োনিয়দ্বীপ কেন্দ্রীক চেতনার বাস্তবতা বলে মনে হয়। আসলে সভ্যতা চিন্তা μিয়াকে নির্ভর করে অনেক দূর অগ্রসর হলেও মনোন চিন্তা নন্দনতত্ত্বের বিশাল ব্যবধান বর্তমান প্রজন্মের মধ্যে বিজ্ঞানের যুগান্তকারী সৃষ্টি μিয়া তথা আবিষ্কার স্বল্পউন্নত দেশের প্রজন্মের চিন্তা μিয়ার মধ্যে বিষμিয়া ছায়া আচড়ে পড়াই কেন জানি দিশাভ্রষ্টতাই আচ্ছন্ন, বিশেষ করে আমাদের দেশের বর্তমান প্রজন্মের মধ্যে লক্ষ্য করা যায়। এর অন্যতম কারণ এই প্রজন্ম উন্নত বিশ্বের সাথে আমাদের প্রজন্ম শিক্ষার চেতনা পিছিয়ে পড়া বিজ্ঞানের অগ্রযাত্রার ধারণ করার ক্ষমতা থেকে আমাদের দেশের প্রজন্ম বিজ্ঞানের উচ্ছিষ্টগুলোকে ধারণ করতে ব্যস্ত থাকা। বর্তমানকে উপলদ্ধি করলে আমাদের বা এরও আগের তথা উনবিংশ শতাব্দীর চেতনাবোধ খুবই পরিপাঠী দৃষ্টিনন্দনতায় ভরপুর ছিল মনে হয়। যেমন: আমাদের আগের সময়ের রোমান্টিচিজম থেকে শুরু করে খেলাধুলা আমাদের নিজেদের আবিষ্কার প্রত্যেক চিন্তা μিয়ায় একেকটা স্বতন্ত্র অবস্থান ছিল। যা সামাজিক বন্ধন সৃষ্টিতে নিয়োজিত ছিল। যা বর্তমান সৃষ্টির মাঝে একটি নতুন শব্দ হাইব্রিড স্থান দখল নিয়েছে, যা বিজ্ঞান ক্লোন নামে অঙ্কিত করেছে।

বিশ্বের প্রত্যেকটা দেশের দিকে তাকালে আমরা লক্ষ্য করি তাদের লক্ষ্য এবং যাত্রার মধ্যে একটি সমন্বিত চিন্তা চেতনার বোধকে ধারণ করে তাদের সৃষ্টি এবং জাতীয়তাবোধের প্রকাশ পায়। কিন্তু আমরাই একমাত্র জাতি বাংলাদেশীরা এখনো পর্যন্ত স্বাধীনতার ৫৪ বছর অতিμমের পথে লক্ষ্য ও যাত্রার কোনো সমন্বিত চিন্তা আবদ্ধ করতে পারি নাই। তার একটি অন্যতম কারণ দেশের রাজনৈতিক দলগুলোর দেওলীয়াপনা রাজনীতি। দেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে এখনো পর্যন্ত দেশের সকল জনগণ তথা দলমত সবার সমন্বয়ে দেশের জাতিয়তাবোধ নাগরিক দায়িত্ব দেশের প্রতি আনুগত্য এইসব বিষয়ে চেতনা জাগ্রত করতে উপেক্ষিত থাকায় এখনো দেশের জনগণের মধ্যে জাতিয়তা প্রশ্নে বিভিন্ন বিভাজন, বিবাদ দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের সম্মুখীন করে? যা চেতনশীল চিন্তাকে নাড়া দেয়, এতো বছরেও কেন আমরা এখনো ভিনদেশী সংস্কৃতি ধারক হব? ভিনদেশী শক্তির μিয়ানক হব? তা বর্তমান প্রজন্মকে ভাবতে হবে এবং ভাবাতে হবে।

লেখক : সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল আসক্তি
পরবর্তী নিবন্ধফজল-এ-খোদা: কবি ও গীতিকার