চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ভাটারা থানা পুলিশের সহায়তায় বনানী থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ বলেছে, নগরীর জুবিলী রোডের মেসার্স জুবিলী ট্রেডার্স ও মেসার্স এইচ এস ট্রেড ইন্টারন্যাশনালের মালিক, আবেদীন কলোনীর বাসিন্দা হুসাইন হায়দার আলীকে গতকাল দুপুরে ঢাকা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তার বিরুদ্ধে যমুনা ব্যাংক, জুবিলী রোড ইসলামী ব্যাংকিং শাখার সর্বমোট পাওনা ৭৬ কোটি ৯ লাখ ৮১ হাজার টাকা পাওনার বিপরীতে দুইটি মামলায় এক বছরের কারাদণ্ডসহ চেকের অর্থের সমপরিমাণ দণ্ড দেয়া হয়। পুলিশ জানিয়েছে, হুসাইন হায়দার আলীর কাছে বিভিন্ন ব্যাংকের প্রায় দুইশ কোটি টাকা পাওনা রয়েছে।