চেক প্রতারণা মামলায় সাজা, ওয়ারেন্টভুক্ত ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

চেক প্রতারণা মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃত ব্যবসায়ী হলেন সৈয়দ মোহাম্মদ ফজল আকবর। তিনি খাতুনগঞ্জের রহমানিয়া সন্সের স্বত্বাধিকারী। গতকাল রবিবার সোশ্যাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার মামলায় চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালে ৪৪ লাখ ৬০ হাজার টাকার চেক প্রতারণার একটি সেশন মামলা ছিল। ওই মামলায় তার সাজা হয়।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম সংবাদিকদের বলেন, চেক প্রতারণার একটি মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধএপ্রিলে এলো পৌনে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স
পরবর্তী নিবন্ধএলপি গ্যাসের দাম কমল ১৯ টাকা