ব্র্যাক ব্যাংকের দায়েরকৃত চেক প্রতারণার মামলায় আদালত এ কে এন্টারপ্রাইজের মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। চট্টগ্রামের বিজ্ঞ ৭ম যুগ্ম–মহানগর দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালে এ কে এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আমিনুল করিমকে আসামি করে ১৮ কোটি ৯৬ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ এনে ব্র্যাক ব্যাংক পিএলসি একটি মামলা দায়ের করে। মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের বিজ্ঞ ৭ম যুগ্ম–মহানগর দায়রা জজ আদালত আসামি মো. আমিনুল করিমকে দোষী সাব্যস্ত করে চেক জালিয়াতির দায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি বিজ্ঞ আদালত অভিযুক্তকে ১৮ কোটি ৯৬ লাখ টাকার অর্থদণ্ড করেন।
চট্টগ্রামের এই ব্যবসায়ীর বিরুদ্ধে চেক জালিয়াতি নিয়ে দায়ের করা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন ব্র্যাক ব্যাংক পিএলসির রিজিওনাল লিগ্যাল ম্যানেজার মো. আব্দুল মান্নান খান এবং সিনিয়র আইনজীবী মো. রফিকুল কাদের।