জমি সংক্রান্ত জটিলতায় দীর্ঘ সময় আটকে থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্বপ্নের বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনে অবশেষে গত ৩০ মার্চ চীনের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ও চায়না ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো–অপারেশন এজেন্সির ভাইস চেয়ারম্যান ডেং বুকিং–এর উপস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপক্ষের মাঝে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও চীনের পক্ষে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চুক্তিতে সই করেন।
আনুষ্ঠানিক চুক্তির পর মাস দেড়েকের মধ্যেই দেড়শ শয্যার বিশেষায়িত এ বার্ন ইউনিটের নির্মাণ কাজ শুরুর আশাবাদের কথা জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। প্রকল্পের জন্য চূড়ান্ত করা জায়গাটিও কাজ শুরুর উপযোগী করে তোলা হয়। তবে চুক্তির পর চার মাস পার হলেও এখনো প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়নি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনুষ্ঠানিক চুক্তির পর প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়ায় বেশ কিছু বিষয় সামনে আসে। এর মধ্যে প্রকল্পের ডিপিপি (ডেভলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রস্তুতের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে একটি কমিটি গঠনের মাধ্যমে প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এরইমধ্যে ডিপিপির খসড়া প্রণয়নের কাজ শেষ হয়েছে। খসড়া ডিপিপি চূড়ান্তকরণে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। চূড়ান্তের পর সেটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। সেখান থেকে প্রি–একনেক হয়ে সর্বশেষ ধাপ হিসেবে একনেকে অনুমোদনের জন্য যাবে। একনেকে এই ডিপিপি অনুমোদন প্রক্রিয়া শেষ হতে অন্তত কয়েকমাস সময় লাগতে পারে। তবে ডিপিপি অনুমোদন প্রক্রিয়াধীন থাকলেও নির্মাণ কাজ শুরুর আগে প্রারম্ভিক কিছু প্রক্রিয়া শেষ করতে চায় চীনা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে প্রকল্পের জন্য চূড়ান্ত হওয়া জায়গায় ফের ডিজিটাল সার্ভে পরিচালনা করবে তারা। এ লক্ষ্যে চীনের তিন প্রকৌশলীর একটি টিম আজ (১১ আগস্ট) চট্টগ্রামে আসছে। আগামীকাল (১২ আগস্ট) থেকেই তারা চূড়ান্ত হওয়া জায়গায় সার্ভে কার্যক্রম শুরু করবেন। প্রায় এক মাস ধরে তারা এ কার্যক্রম পরিচালনা করবেন। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল পরিচালক বলেন, ডিজিটাল সার্ভে পরিচালনার জন্য তারা চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রও নিয়ে আসছেন। বেশ কিছুদিন আগেই চীন থেকে এই যন্ত্র শিপমেন্ট করা হয়। এরইমধ্যে (১০ আগস্টের মধ্যে) তা পোর্টে (চট্টগ্রাম বন্দরে) পৌঁছে যাওয়ার কথা। এই যন্ত্র দ্রুত কিভাবে ছাড়ানো যায়, আমরা এখন সে প্রক্রিয়া নিয়ে কাজ করছি। কারণ, এই যন্ত্র দিয়েই তারা ডিজিটাল সার্ভে কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে, সেপ্টেম্বরে প্রকল্পের নির্মাণ কাজ শুরুর বিষয়ে চীনা দলের সাথে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তবে ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া শেষ না হলে সেপ্টেম্বরে কাজ শুরুর বিষয়টি নিশ্চিত নয় বলে গতকাল জানিয়েছেন তিনি।
ডিপিপি চূড়ান্তকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে জানিয়ে সারাদেশে বার্ন চিকিৎসা সম্প্রসারণে সমন্বয়কের দায়িত্ব পাওয়া ডা. সামন্ত লাল সেন আজাদীকে বলেন, বৈঠকে ডিপিপির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ে চূড়ান্ত হলে সেটি পরিকল্পনা কমিশনে যাবে। তবে ডিপিপি অনুমোদন হওয়ার আগে নির্মাণ কাজ শুরু করা যাবে না, বিষয়টা তেমন না। এর আগেও প্রকল্পের নির্মাণ কাজ শুরু হতে পারে বলে মন্তব্য করেন ডা. সামন্ত লাল সেন।
যদিও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলছেন, নির্মাণ কাজ শুরু করতে চীন থেকে প্রয়োজনীয় অধিকাংশ যন্ত্রপাতি আনা হবে চট্টগ্রামে। এসব যন্ত্রপাতি আনার ক্ষেত্রে ভ্যাট পরিশোধসহ আরো কিছু বিষয় রয়েছে। যা ডিপিপির মাধ্যমে মীমাংসা হতে পারে। আমরা খুব করে চাই– সেপ্টেম্বরেই বিশেষায়িত বার্ন ইউনিটের নির্মাণ কাজ শুরু হোক। এ বিষয়ে চীনা দলের সাথে আমাদের আলোচনাও হয়েছে। তবে সেপ্টেম্বরে শুরু করা যাবে, এটি এখনো নিশ্চিত নয়।
চীনের সাথে সই করা চুক্তি অনুযায়ী, বিশেষায়িত এ বার্ন ইউনিট হবে দেড়শ শয্যার। এর মাঝে ১০টি আইসিইউ, শিশুদের জন্য ৫টিসহ মোট ২৫টি এইচডিইউ এবং অত্যাধুনিক তিনটি অপারেশন থিয়েটার থাকবে। জরুরি বিভাগের পাশাপাশি বহিঃবিভাগও থাকবে। প্রাথমিকভাবে ৬ তলা ভবন নির্মাণের কথা বলা হয়েছে প্রস্তাবনায়। তবে ভবনের ভিত্তি হবে ৮ তলা বিশিষ্ট। ভবনের প্রতি ফ্লোরে স্পেস থাকবে ১৬ হাজার বর্গফুট। বার্ন ইউনিটের ৬ তলা এই ভবনের পাশাপাশি ইক্যুইপমেন্ট (সরঞ্জাম) স্থাপনের জন্য একতলা বিশিষ্ট আলাদা আরেকটি ভবন নির্মাণ করা হবে। একতলা ভবনটিতে অক্সিজেন প্ল্যান্ট, সাব–স্টেশন ও জেনারেটরসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম স্থাপন করা হবে। প্রায় এক একর জায়গার উপর বিশেষায়িত এ বার্ন ইউনিট গড়ে তোলা হবে।
পুরো প্রকল্পটি বাস্তবায়নে ২০ মিলিয়ন ইউএস ডলার (চীনা টাকায় প্রায় ১২০ মিলিয়ন ইউয়ান) ব্যয় নির্ধারণ করেছে চীনা কর্তৃপক্ষ। এর শতভাগই অনুদান সহায়তা। অর্থাৎ সম্পূর্ণ নিজেদের খরচে বিশেষায়িত এ বার্ন ইউনিট করে দেবে চীন। বার্ন ইউনিটের জন্য আধুনিক যন্ত্রপাতির সবই তারা দেবে।
উল্লেখ্য, বিশেষায়িত বার্ন ইউনিটের জন্য নির্ধারিত জায়গা গোয়াছি বাগান এলাকায় বেশ কিছু অবৈধ বসতি ও স্থাপনা ছিল। এখন এসবের কিছু নেই। জেলা প্রশাসনের সহায়তায় এসব স্থাপনা সরিয়ে দেয়া হয়েছে। এখন জায়গাটি কাজ শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত। চীনা কর্তৃপক্ষ আগামী ২ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে বিশেষায়িত এ বার্ন ইউনিটের সেবা চালুর আশাবাদ ব্যক্ত করেছে বলে জানান চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।