চুয়েট স্কুল অ্যান্ড কলেজে ‘মহাবিশ্ব এবং সৌরজগত’ নিয়ে অনুষ্ঠান

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজে গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রযোজিত ‘অ্যাস্ট্রোস্কুল বাংলাদেশ’এর মহাবিশ্ব এবং সৌরজগত সম্পর্কে দিনব্যাপী আয়োজন। ইন্টারন্যাশনাল অ্যাসেট্রানমিক্যাল ইউনিয়নের ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর বাংলাদেশ অফিসের উদ্যোগে পরিচালিত এই জাতীয় কর্মসূচিতে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কমিটির সভাপতি প্রফেসর ড. এম. আব্দুর রহমান ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, প্রফেসর ড. সুদীপ কুমার পাল এবং চুয়েট কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার, সহকারী অধ্যাপক গৌরী প্রভা দাশ এবং প্রভাষক মো. আমানত আলী খান।

এই আয়োজনের মধ্য দিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী মহাবিশ্ব এবং সৌরজগত সম্পর্কে সহজবোধ্য ধারণা লাভ করেছে। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি তারা হাতেকলমে বিজ্ঞান কার্যক্রমে অংশ নিয়েছে এবং টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে। সকালের সেশনগুলোতে তাদের সামনে মহাবিশ্বে আমাদের অবস্থান এবং সৌরজগতের মৌলিক গঠন সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

এতে সহআয়োজক হিসেবে ছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। টেলিস্কোপ পার্টনার হিসেবে ছিল অ্যানড্রোমিডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশন ও দূরবিনদূর বিশ্বের নাগরিক। নক বিডির অ্যাস্ট্রোস্কুল বাংলাদেশ টিমের নেতৃত্বে ছিলেন সুকর্ণ পাল। পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন জাতীয় আউটরিচ কোঅর্ডিনেটর ড. ফারসীম মান্নান মোহাম্মদী এবং ডেপুটি কোঅর্ডিনেটর শাফায়েত রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলা চাইল্ড কেয়ার একাডেমিতে চক্ষু ক্যাম্প
পরবর্তী নিবন্ধআর্কের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা