চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাহদিয়া রহমান নিপ্পন পেইন্ট আয়োজিত জাপানের টোকিও আইডা অ্যাওয়ার্ড ২০২৫–এর ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে জাজেজ চয়েস গ্লোবাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ উপলক্ষে গত ২৮ অক্টোবর বিকালে জুরি রুমে আয়োজিত এক অনুষ্ঠানে মাহদিয়া রহমানকে অ্যাওয়ার্ড ও চেক হস্তান্তর করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী, নিপ্পন পেইন্টের পক্ষে রবিন মিয়া ও আনিকা আহসান। মাহদিয়া রহমানের ডিজাইন স্টুডিও শিক্ষক হিসেবে ছিলেন অধ্যাপক ড. সজল চৌধুরী ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা ইসলাম।
উল্লেখ্য, নিপ্পন পেইন্টস আইডা অ্যাওয়ার্ড (এশিয়া ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ডস) হলো এশিয়া–প্যাসিফিক অঞ্চলের মর্যাদাপূর্ণ স্থাপত্য ও নকশা প্রতিযোগিতা। ওখানে বিভিন্ন দেশের তরুণ ডিজাইনাররা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












