চুয়েট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অন্যের প্রাইভেসি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

অন্যের প্রাইভেসি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সৌম্য দাস নামের এক শিক্ষার্থীকে হল ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে কেন স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হবে না তা লিখিত জবাব দিতে ৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে চুয়েট কর্তৃপক্ষ। সৌম্য চুয়েট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২৩২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর চুয়েট মুক্তিযোদ্ধা হলের ঝ ব্লকের ৫ম তলার একটি বাথরুমে এক শিক্ষার্থী গোসল করার সময় পাশের বাথরুমে দাঁড়িয়ে ওই শিক্ষার্থীর ভিডিও ধারণ করেছিল সৌম্য। ঘটনা ওই শিক্ষার্থীর নজরে এলে সৌম্যকে ধরে তার হাতে থাকা মোবাইলটি কেড়ে নিয়ে ভিডিওটি সহপাঠিদের দেখায়। এই ঘটনায় শিক্ষার্থীরা প্রাইভেসি ভঙ্গের অভিযোগে সৌম্যের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল করে। পরে তারা ঘটনাটি লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানায়। এ ঘটনাটি তদন্তে প্রমাণিত হওয়ায় সৌম্যের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। গতকাল চুয়েট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি আকারে বিষয়টি জানায় বলে জানিয়েছেন ছাত্র কল্যাণ অধিদপ্তরের সেকশন অফিসার মোহাম্মদ নুরল আজিম।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসাগরে ফের লঘুচাপের আভাস