চুয়েট ভিসির সঙ্গে শিক্ষক সমিতি নেতৃবৃন্দের মতবিনিময়

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির ২০২২-২০২৩ কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শিক্ষক সমিতির সহ-সভাপতি রসায়ন বিভাগের অধ্যাপক ড. ম ক মোহাম্মদ জিয়াউল হায়দার, সাধারণ সম্পাদক পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বশির জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক ডিজেস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হাছান, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জিতু প্রকাশ ধর এবং নির্বাহী সদস্য-১ গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, নির্বাহী সদস্য-২ যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রসনজিৎ দাশ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর মৎস্যজীবী লীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধজীবনমান উন্নয়নে প্রযুক্তি ও দক্ষতার বিকল্প নেই