চুয়েট পুরকৌশল বিভাগে স্যানিটেশন বিষয়ক কর্মশালা

| বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং নেটওয়ার্কের সহযোগিতায় ‘নিম্নআয়ের লোকদের জন্য স্যানিটেশন ’ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্কের পরিচালক অধ্যাপক ড. তানভীর আহমেদ, হাবিবুর রহমান। দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বির্তক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধমহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসব ১০ জুন