চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস–পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন শুরু করেছে। এই বিভাগের শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্র ও একাডেমিক সুযোগ সুবিধায় বিভিন্ন বৈষম্যের অভিযোগ করে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আন্দোলন করে আসছিল। আন্দোলনে কোনো সন্তোষজনক সমাধান না পাওয়ায় দ্বিতীয়বারের মতো ক্লাস–পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় তারা বিভাগের ক্লাসরুম এবং ল্যাবসমূহে তালা ঝুলিয়ে দিয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছেন, ২০১৫ সালে এই বিভাগটি চুয়েটের পুরকৌশল অনুষদের অধীনে পুর ও পানিসম্পদ কৌশল নামে যাত্রা শুরু করে। তবে ৩ বছর পর ২০১৮ সালে বিভাগের নাম এবং ডিগ্রি পরিবর্তন করে পানি সম্পদ কৌশল নাম দেওয়া হয়। ফলে এই বিভাগের শিক্ষার্থীরা প্রকৌশল ক্ষেত্রে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরিতে আবেদনের সুযোগ পাচ্ছে না বলে তাদের অভিযোগ। এই সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে তাদের কর্মসূচি। তাদের দাবি যৌক্তিক সমাধান চেয়ে প্রশাসনকে সকল ধরনের তথ্য–উপাত্ত দিয়ে সহযোগিতা করে আসছে। কিন্তু প্রশাসনের নীরবতা তাদের আশাহত করেছে, এই বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলেছে। এই দীর্ঘসময় ধরে চলা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীরা পুনরায় সকল ব্যাচ যৌক্তিক সমাধানে না আসা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।












